তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে বদরুল মিয়া নামে ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ জুন) রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দলের নেতৃত্বে এসআই মহাদেব বাছাড় সহ অফিসারগন কমলগঞ্জ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত বদরুল মিয়ার বিরুদ্ধে কমলগঞ্জ থানার জিআর ১৩০/২১ মামলায় পেনাল কোডের ৩৮০ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে দুই (০২) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
বদরুল মিয়া কমলগঞ্জ উপজেলাধীন দক্ষিণ বালিগাঁও গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে কমলগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আসামি বদরুলকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণকরা হয়েছে।