তিমির বনিক, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদ, গাঁজা, সিএনজিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে অভিযানে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার মাধবপুর রোডের উজিরপুর এলাকা থেকে ২মাদক ব্যবসায়ী ও সিএনজি চালককে আটক করে। এসময় মাদক ব্যবসায়ীদের কাছে ভারতীয় ৪০ বোতল মদ, ১০ কেজি গাঁজাসহ একটি সিএনজি- মৌলভীবাজার -থ-১২-১৯২৫ আটক করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এক সিপাই আহত হয়।
আটককৃতরা হলেন মিজর মিয়া (২৪),পিতা-আইয়ুব আলী দক্ষিনের হাওর,মিরাজ আলী (৩৫) পিতা মৃত মফিজ আলী, সাং দক্ষিন গুলের হাওর, রাসেল মিয়া(২৫) পিতা সুরুজ মিয়া, সাং ওবাহাটা, মুন্সিবাজার, সর্ব সাং কমলগঞ্জ, মৌলভীবাজার বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হতে প্রাপ্ত সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা ঈদকে লক্ষ্য করে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা ঘেষা ভারত থেকে চোরাচালান পথে এনে নিরাপদে মাদক দেশের বিভিন্ন স্থানে পাচার করার চেষ্টা চালিয়ে আসছিল। বিশেষ করে আসন্ন ঈদকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীদের চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এরই খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর তাদের ধরতে জেলার বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরে নজরে নেয়। তারই অংশ হিসেবে কমলগঞ্জে অভিযান চালায় বলে জানা গেছে। মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মৌলভীবাজার সীমান্ত দিয়ে মাদক সংগ্রহ করে পাচারের খবরে সংগীয় দল নিয়ে ঘটনাস্থলে অভিযান চালাই। এক পর্যায়ে শুক্রবার সন্ধা ৭ টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভারতীয় মদ ৪০বোতল, গাঁজা ১০ কেজিসহ ৩ জনকে আটক করতে সক্ষম হই। তিনি আরো বলেন আটককৃতদের গ্রেপ্তারের পর মৌলভীবাজাস্থ মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয়ে নিয়ে আসা হয় এবং মাদক আইনে ২টি পৃথক মামলার প্রস্তুতি চলছে এবং আসামীদের কমলগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শনিবার (১৬ এপ্রিল) আদালতের প্রেরন করে জেল হাজতে প্রেরন করা হবে।