রিমন মেহেবুব রোহিত, কক্সবাজার: কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যানের তল্লাশি নিয়ে ২১টি স্বর্ণের বারসহ ‘আন্তর্জাতিক চোরাচালান চক্রের’ এক পাচারকারিকে গ্রেফতার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
গ্রেফতার মো. আবুল মুনছুর (৪০) নারায়নগজ্ঞ জেলার সদর থানার মৃত শামসুল ইসলামের ছেলে।
লে. কর্নেল ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বুধবার মধ্যরাতে আন্তর্জাতিক চোরাচালান চক্রের এক সদস্য স্বর্ণের একটি চালান নিয়ে বাংলাদেশে ঢোকার খবর পায় বিজিবি। পাচার হয়ে আসা স্বর্ণের চালানটি নিয়ে চক্রটির সদস্যরা যানবাহনে টেকনাফের দিক আসার খবরে বিজিবির সদস্যরা শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার বিজিবির মরিচ্যা চেকপোস্টে নজরদারি জোরদার করে। এক পর্যায়ে সেখানে টেকনাফ দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান থামার জন্য নির্দেশ দেন। এতে সন্দেহজনক এক ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়।
পরে সন্দেহজনক লোকটির পরিহিত পায়জামার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২১টি স্বর্ণের বার। উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৪৯৩ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১ লাখ ২০ হাজার ৮৫ টাকা।
বিজিবির কর্মকর্তা বলেন, গ্রেফতার ব্যক্তি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের একজন সদস্য। উদ্ধার হওয়া এসব স্বর্ণের চালান পাচারকারি চক্রের সদস্যরা উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসে।