ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে চারটি সংস্থা।
আজ রবিবারও দিনভর মসজিদের ভিতরে ও বাইরে বিভিন্ন স্থাপনা, আলামতসহ বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেন তারা। বিভিন্ন বিষয়কে সামনে রেখে তদন্ত দলের সদস্যরা তাদের তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে মসজিদে আগুন লাগা ও বিস্ফোরণের কারণ হিসেবে গ্যাসের জমে যাওয়ার ঘটনাকে প্রাধান্য দিয়েই তারা তদন্ত করছেন বলে জানান।
তবে নাশকতার বিষয়টিকেও তারা উড়িয়ে দিচ্ছেন না।
তবে তারা জানান, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এখানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেনি এবং এ থেকে আগুন লাগার ঘটনাও ঘটেনি।
Drop your comments: