![IMG_20200902_172805](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/09/IMG_20200902_172805.jpg)
দুবাই ভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস ও ফ্লাই দুবাই তাদের কৌশলগত ও সফল পার্টনারশিপ পুনরায় চালু করেছে। এর ফলে, উভয় এয়ারলাইন্সের যাত্রীরা দুবাই হয়ে বিশ্বের ১০০টির অধিক নগরীতে ঝামেলামুক্ত ভ্রমণ সুবিধা পাবেন বলে প্রতিষ্ঠান দুটির যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞিপ্তিতে আরও বলা হয়, একই টিকিটের কোড শেয়ার ফ্লাইটে এমিরেটস যাত্রীরা ফ্লাই দুবাইয়ের ৩০টি এবং ফ্লাই দুবাই যাত্রীরা এমিরেটসের ৭০টি গন্তব্যে ভ্রমণ সুবিধা পাবেন। তাদের এ পার্টনারশিপ ২০১৭ সালে শুরু হলেও করোনা মহামারির কারণে বেশ কিছু দিন ধরে তা অকার্যকর ছিল।
কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় উভয় এয়ারলাইন্স যাত্রী ও স্টাফদের জন্য ভ্রমণের বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য ও নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন করছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এমিরেটসে ভ্রমণকারী কোনো যাত্রীর কোভিড-১৯ শনাক্ত হলে এয়ারলাইন্স চিকিৎসার ব্যয় বহন করবে। এমিরেটসের টিকিটে ফ্লাই দুবাইয়ের সঙ্গে পরিচালিত কোড শেয়ার ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রেও এ সুবিধা পাওয়া যাবে।
দুবাই উন্মূক্ত হবার ফলে আগ্রহীরা ব্যাবসায়িক, পর্যটন বা অন্যান্য প্রয়োজনে এখন শহরটিতে ভ্রমণ করতে পারেন। তবে দুবাই আগমনকারী বা দুবাইয়ে ট্রানজিটকারী সব যাত্রীর জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে এমিরেটস ঢাকা থেকে সাপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করছে।