![IMG_20200909_152651](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/09/IMG_20200909_152651.jpg)
চীন-ভারত সীমান্তে এবার লাদাখের প্যাংগং হ্রদ এলাকায় কৌশলগতভাবে ভারতীয় সেনাবাহিনীর চৌকি দখলের চেষ্টা চালিয়েছে চীনা সেনারা।
টানা তিন দিন চীনের পিপলস লিবারেশন আর্মি এমন তৎপরতা চালিয়েছে বলে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
পত্রিকাটি তাদের প্রতিবেদনে লিখেছে, গত কয়েক দিনে প্যাংগং হ্রদ এলাকায় চীনা সেনার তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেনাবাহিনীর এক সিনিয়র অফিসার আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, দক্ষিণ প্যাংগং লেকের কাছে গুরুং হিল এবং রজাং লা হিলের মাঝামাঝি এলাকায় ভারতীয় সেনার চৌকি রয়েছে।
চীন ওই চৌকিটি দখলের চেষ্টা করে যাচ্ছে।
Drop your comments: