এবার ব্যাংকিং ব্যবসায় পা রাখছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পিপলস ব্যাংকের দু’টি পরিচালক পদের মালিকানা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়ের হাতে। এরইমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে লাইসেন্সের আবেদন করেছে পিপলস ব্যাংক।
সাকিবের সাথে তার মা শিরিন আক্তারও একটি মালিকানা পদ নিয়ে ব্যাংক পরিচালনা করবেন। ব্যাংকটির মালিকানায় আসতে প্রায় ২৫ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছেন সাকিব। লাইসেন্সের জন্য প্রাথমিক মূলধন এরইমধ্যে সংগ্রহ করেছে ব্যাংকটি। লাইসেন্স পেলেই নিজেদের কার্যক্রম শুরু করবে পিপলস ব্যাংক।
মাঠে নিজের অবস্থানের পাশাপাশি ব্যবসায় ক্ষেত্রেও নিজের অবস্থান শক্ত করছেন এই অলরাউন্ডার। ব্যবসায়ী হিসেবে সাকিব আল হাসানের হাতেখড়ি রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে। এরপর দ্রুত নিজের ব্যবসার বিস্তৃতি ঘটিয়েছেন তিনি। শেয়ারবাজার, স্বর্ণ আমদানি ও বিপণন, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ইভেন্ট ম্যানেজমেন্ট, ট্রাভেল এজেন্সি, হোটেল, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে তার। এছাড়া দেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে বড় অংকের বিনিয়োগ করেছেন তিনি