এবার চামড়া সংরক্ষণের দায়িত্ব নিতে হবে কোরবানিদাতাকে। সেজন্য লবণ কেনা যাবে পশুর হাটের হাসিল কাউন্টারে। তবে কেউ চাইলে অন্য উৎস থেকেও কিনতে পারবেন। এবার তাই লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করে দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ জুলাই) সকালে সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠকে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এবার প্রতি বর্গফুট গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ থেকে ৫২ টাকা, আর ঢাকার বাইরের জন্য ধরা হয়েছে ৪০ থেকে ৪৪ টাকা। খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে ও ঢাকায় বকরি ও খাসির চামড়া একই থাকবে।
সভায় জানানো হয়, বেঁধে দেওয়া দর যাতে কার্যকর হয়, সেজন্যে মাঠ পর্যায়ে প্রশাসনের তদারকি থাকবে। এছাড়া লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্যে কোরবানিদাতাদের উদ্বুদ্ধ করার কথা জানান মন্ত্রী। এ বিষয়ে প্রশাসনকেও কঠোর অবস্থানে থাকারও নির্দেশ তার।