আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন অশোকের মোড়ে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ নাজমুল হোসেন বকুল নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে। তাকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুরের এক আত্মীয়ের বাড়ি থাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাজমুল হোসেন বকুল কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নেয় ক্ষেত্রপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পাটকেলঘাটা থানাধীন কাটাখালি গ্রামের বেল্লাল হোসেন জানান,তার ভাইপো সাগর হোসেন বাদশা কলারোয়া বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। আইসিটি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় অশোকের মোড়ে সহপাঠী নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে এক ছাত্রীর সঙ্গে কথা বলা নিয়ে বচসা হয়। বচসার জেরে বাদশাকে মারপিট করা হয়। খবর পেয়ে বাদশাহ এর বাবা ফারুক হোসেন নয়ন ও লাকিকে সতর্ক করেন। এখবর জানতে পেরে নয়নের মামা গ্রাম ডাক্তার রুবেলের নেতৃত্বে নাজমুল হোসেন বকুলসহ কয়েকজন ফারুক হোসেন কে পিটিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে তার ভাইপো তৌফিক আলম বাদশা বাদি হয়ে নয়ন,বকুল,রুবেলসহ ছয় জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ নাজমুল হোসেন বকুলকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আমীর হোসেন জানান, গ্রেফতারকৃত বকুলকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।