প্রায় এক দশর পর সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
শুক্রবার আমিরাতে ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের সঙ্গে বৈঠক করেন সিরিয়ার প্রেসিডেন্ট।
বাশার আল আসাদের সঙ্গে বৈঠকে আমিরাতের নেতারা জানিয়েছেন, আরবের নিরাপত্তার জন্য সিরিয়া একটি গুরুত্বপূর্ণ খুঁটি। সংযুক্ত আরব আমিরাত সিরিয়ার সঙ্গে পারস্পারিক সহযোগিতা বাড়াতে আগ্রহের কথা জানিয়েছে।
তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বৈঠক ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘটনাকে আসাদ সরকারকে ‘বৈধতা’ দেওয়ার প্রচেষ্টা উল্লেখ করে বলেছে, এই ঘটনায় তারা খুবই ‘হতাশ এবং ক্ষুব্ধ’।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত বিদ্রোহীদের সমর্থন দেয়। গত এক দশকে সিরিয়ায় যুদ্ধ চলাকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়া এবং ইরান ছাড়াও কোথাও সফর করেননি। এক দশক পর আরব দেশ আমিরাতে তার সফর গুরুত্বপূর্ণ।