![1579357913761_11613.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/05/1579357913761_11613.jpg)
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার(১৬ মে) দুপুরে পৌরসভার নারিকেলবাড়ি আগপাড়া গ্রামে খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তি পুকুরের পানিতে ডুবে হরিদাস চন্দ্র (৬) নামের এক শিশুর মৃত্য হয়েছে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের শ্যামল চন্দ্র দাসের পূত্র হরিদাস চন্দ্র খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তি পুকুরের পানিতে ডুবে যায়।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Drop your comments: