ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই কলেজের মধ্যে এ বছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছে উপজেলায় কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ কলেজ।
বুধবার প্রকাশিত ফলাফলে এ তথ্য দেখা গেছে।
উপজেলায় দুইটি কলেজের মধ্যে আলফাডাঙ্গা আদর্শ কলেজের পাসের হার ৭৪.১৬ ও আলফাডাঙ্গা সরকারি কলেজের পাসের হার ৫৭.১০।
আলফাডাঙ্গা আদর্শ কলেজ থেকে তিনটি বিভাগে মোট পরীক্ষা দিয়েছেন ৮৯ জন। এর মধ্যে পাস করেছেন ৬৬ জন। এই কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়েছেন তিনজন।
অপরদিকে আলফাডাঙ্গা সরকারি কলেজ থেকে তিনটি বিভাগে পরীক্ষা দিয়েছেন ৩৪১ জন। এর মধ্যে পাস করেছেন ১৯৩ জন। এই কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়েছেন চারজন।
উল্লেখ্য, ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি। তিনি কলেজের সকল শিক্ষকে ভালো ফলাফলের জন্য ধন্যবাদ জানান।