পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কারাগারে নানা মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে ৮৫৫ জনকে মুক্তি দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা আসে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমাপ্রাপ্ত কয়েদিরা সুনাগরিক হিসেবে পরিবার ও সমাজে ফিরে যাবেন, এজন্য তাদের মুক্তি দেয়া হচ্ছে।
প্রতিবছর ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকরা এ রকম বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্তদের মুক্তি ও আর্থিক সাজা ক্ষমার ঘোষণা দেন।
মুক্তিপ্রাপ্ত আসামিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। কোন দেশের কতজন কয়েদি তা জানানো হয়নি।
Drop your comments: