December 2, 2021, 7:38 pm

ইরানে শক্তিশালী ভূমিকম্প, আমিরাত-সৌদিতে অনুভূত

  • Last update: Sunday, November 14, 2021

ইরানের হরমুজগান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহর, কাতার, বাহরাইন, ওমান ও সৌদি আরবেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর খালিজ টাইমসের।

রোববার (১৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮ মিনিটে দিকে হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস শহর ভূমিকম্পে কেঁপে ওঠে। বন্দর আব্বাসের উত্তরপশ্চিমের ৫৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। যা দুবাই শহর থেকে ২৭৮ কিলোমিটার উত্তরে।

Advertisements

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, রোববারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। বন্দর আব্বাসের ৫৪ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্টের প্রায় ১০ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পটি অগভীর হওয়ায় দেশটিতে ক্ষয়ক্ষতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এদিকে বন্দর আব্বাসে বেশ কিছু বাড়িঘর ধ্বংসের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC