ইতালিতে আইনি জটিলতায় আবারও ফ্লাইট বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীরা। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে কতৃক স্বাক্ষরিত নতুন অধ্যাদেশে বাংলাদেশসহ ১৬ টি দেশের সাথে ফ্লাইট নিষেধাজ্ঞার সময় ৭ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হলেও পরিবারের সদস্য, চাকরি ও ব্যবসা, পড়াশুনা ও চিকিৎসা সেবা প্রার্থীদের (যাদের ইতালিতে প্রবেশের বৈধ কাগজ রয়েছে) ইতালি প্রবেশের কথা উল্লেখ ছিল।
ইতোমধ্যে নতুন এ অধ্যাদেশের বরাত দিয়ে এসব ক্যাটাগরিতে প্রবাসীদের দেশটিতে ফেরার কথা বলে স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় নতুন এ অধ্যাদেশে বৈধ অভিবাসীদের ইতালি ফেরার ধারা’কে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন।
এতে বলা হয়, নতুন অধ্যাদেশে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির বৈধ অভিবাসীদের ইতালিতে ফেরার কথা থাকলেও অন্য একটি ধারায় দেশের নিরাপত্তা নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। ফলে এখনই এসব দেশ থেকে ফ্লাইট পরিচালনা করার অনুমতি মিলছে না।
তবে এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রণালয় অভ্যন্তরীণ আলোচনা করছেন। দ্রুত সময়ের মধ্যে দুই মন্ত্রণালয় আলোচনা সম্পন্ন করে সঠিক নির্দেশনা দিবেন বলে জানিয়েছেন দেশটিতে বসবাসরত অভিবাসন নীতিমালা নিয়ে কাজ করা অভিজ্ঞ বাংলাদেশিরা।
তারা আরও বলেন, দেশের অর্থনীতির কথা চিন্তা করে ইতালি নতুন করে আর লকডাউনে যাচ্ছেনা। এছাড়াও এসব দেশ থেকে ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নিতে ইতালির প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ। তাই ধারণা করা হচ্ছে, অল্প কিছুদিনের ফ্লাইট চলাচল শুরু হবে।
উল্লেখ্য, চলতি মাসের সাত তারিখে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে নতুন অধ্যাদেশের মাধ্যমে ৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ ১৬ টি দেশের সাথে ফ্লাইট নিষেধাজ্ঞা বর্ধিত করে। তবে সেখানে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে এসব দেশ থেকে প্রবাসীরা ইতালি ফিরেত পারবে বলে উল্লেখ করা থাকলেও দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় ধারাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে।