মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলীয় দেশ ইকোয়েটরিয়াল গিনিতে চিকিৎসা, ত্রাণ ও খাদ্যসহ জরুরি সহায়তা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত সপ্তাহে বাটা শহরে একাধিক বিস্ফোরণের পর আমিরাতের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা পাঠানো হয়।
বিস্ফোরণে ব্যাপক ধ্বংসের ফলে শতাধিক মৃত ও অনেকে আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের সরবরাহকৃত জরুরি চিকিত্সা ও খাদ্য সহায়তা সংকট নিরসনে কাজে আসবে আশা প্রকাশ করা হয়।
মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলীয় দেশ ইকোয়েটরিয়াল গিনির একটি সামরিক ঘাঁটিতে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। গিনির প্রধান শহর বাটায় স্থানীয় সময় রোববার সেনাবাহিনীর ব্যারাকের কাছে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্যারাকের চারপাশে কৃষকেরা জমিতে আগুন জ্বালিয়েছিলেন। এ কারণেও বিস্ফোরণ হতে পারে। এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
১৪ লাখ জনসংখ্যার দেশ গিনি খনিজ তেল নির্ভর একটি দেশ। করোনা মহামারির পাশাপাশি তেলের দাম পড়ে যাওয়ায় দেশটির অর্থনীতি সংকটে পড়েছে। তেল রপ্তানিই এর অর্থনীতির প্রধান চালিকাশক্তি। ১৯৬৮ সালে গিনি স্বাধীন হয়। এর আগে দেশটি স্পেনের উপনিবেশ ছিল।