ইকুয়েডরে কারাগারে সহিংসতায় এক সপ্তাহে প্রাণ গেছে ৩১ জনের। মঙ্গলবার (২৫ জুলাই) এ তথ্য জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। খবর রয়টার্সের।
দেশের কারাগারগুলোয় দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছে সরকার। এমেরাল-ডাস শহরে দেশটির অন্যতম কুখ্যাত কারাগারে গত শনিবার সহিংসতার সূত্রপাত হয়।
সরকারের এক বিবৃতিতে জানানো হয়, কয়েদিরা ১৫ কারারক্ষী ও দুই কর্মকর্তাকে জিম্মি করে। পরে সহিংসতা ছড়ায় ছয়টি কারাগারে। বন্দি করা হয় শতাধিক কারারক্ষীকে। পরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে মুক্ত করা হয় তাদের। কেবল গুয়াকুইল শহরের কারাগারে সহিংসতা নিয়ন্ত্রণে কাজ করে ২ হাজার ৭শ’ সেনা ও পুলিশ কর্মকর্তা। ব্যবহার করা হয় নিয়ন্ত্রিত বোমার।
Drop your comments: