নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে আহতরা হলো- আলোকবালীর সাতপাড়া গ্রামের মৃত সুরুজ খানের ছেলে শাহাআলম (৪৫) এবং একই গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে কাইয়ুম (৩০)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রাথী ও বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও বিদ্রোহী প্রাথী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ আসাদুল্লাহর সমর্থকদের মধ্যে সাতপাড়া গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুই গ্রুপের সংঘর্ষে এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়ার গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় সংঘর্ষ চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দীনের কাছে মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন বিদ্রোহী প্রাথী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ আসাদুল্লাহ।