ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন পরিষদ চত্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের পর ‘পুরুষশূন্য’ হয়ে পড়েছে গোপালপুর গ্রাম। এতে লুটের ভয়ে বাড়ির গবাদিপশুসহ আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মারামারির ঘটনায় বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে আব্দুর রশিদ মণ্ডল ও শরিফুল মোল্লা কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
গোপালপুর গ্রাম ঘুরে দেখা গেছে, গ্রামটিতে শুনশান নীরবতা। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে এ গ্রামের নারীদের। আঞ্চলিক যানবাহন নছিমন ও ভ্যানে বাড়ির গবাদিপশুসহ মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। গ্রেফতার আতঙ্কে গ্রামটি একেবারেই পুরুষ শূন্য হয়ে পড়েছে। পুলিশের সামনে দিয়েই বাড়ির জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন গ্রামবাসীরা। সংঘর্ষের ঘটনায় জড়িত নয় এমন ব্যক্তিও বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছেন। এদের বেশিরভাগই এ আধিপত্যের দ্বন্দ্বের সাথে জড়িত নয়।
গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, গ্রামের প্রায় ৩০০ পরিবার মালামাল লুটের ভয়ে বাড়ির গবাদিপশুসহ জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। যেকোনো সময় হামলার আশঙ্কা করছেন তারা।
আশানুর নামে এক বাসিন্দা জানান, লুট হয়ে যাওয়ার ভয়ে তিনি বাড়ির আসবাবপত্র ও গবাদিপশু অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এর আগেও বিভিন্ন ঝামেলা হওয়ার পর গ্রামে লুট হয়েছে। রাতে আত্মীয় স্বজনের বাড়িতে থাকবেন। গত বুধবার সংঘর্ষের পরে লুটের ঘটনা ঘটেছে।
সুরমানি খাতুন নামে আরেকজন জানান, গ্রামের প্রায় ৩০০ পরিবার তাদের বাড়ির জিনিসপত্র আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। রাতে খুব ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বুধবার দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে মালামাল সরিয়ে নিতে গ্রামবাসীদের নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২৬ জুলাই) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন চত্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন অন্তত ১৫ জন। উপজেলার গোপালপুর গ্রামের মালেক মোল্লা ও শরিফুল মোল্ল্যার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।