আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু তাহেরকে বদলি নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মো. হাবিল হোসেন এবং জনাব সানাউল্লাহ,আলফাডাঙ্গা খাদ্য গুদাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত)কে আলফাডাঙ্গা অফিসার ক্লাবের পক্ষ থেকে বরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বুধবার ১৬ নভেম্বর সকালে আলফাডাঙ্গা উপজেলা কনফারেন্স হলরুমে আলফাডাঙ্গা অফিসার্স ক্লাব আয়োজিত থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু তাহেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস এর উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম জাহিদুল হাসান (জাহিদ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. নাজমুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন,বিদায়ী ওসি মো. আবু তাহের ২০২২ সালের ১৮ অক্টোবর আলফাডাঙ্গা থানার ওসি হিসেবে যোগদান করেন। দীর্ঘ এক বছরেরও অধিক সময় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। আলফাডাঙ্গা থানা এলাকাকে শান্তিপূর্ণ রাখার জন্য শেষদিন পর্যন্ত সর্বাত্মক দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। গত জুন মাসে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন। মো.আবু তাহেরকে ফরিদপুর অপরাধ শাখার ইন্সপেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে মো. হাবিল হোসেনকে ফরিদপুর অপরাধ শাখার ইন্সপেক্টর থেকে আলফাডাঙ্গা থানার ওসি হিসেবে দেওয়া হয়েছে।
এ সময় ওসি মো. আবু তাহের বলেন,আমি আলফাডাঙ্গায় যোগদানের পর থেকে একে একে অনেকগুলো পরিবর্তনের কাজ করেছি যার মধ্যে উল্লেখযোগ্য, ৩টি ইউনিয়ন ১টি পৌরসভার নির্বাচন সার্বিক নিরাপত্তা নিশ্চিতপূর্বক সম্পন্ন করন, নির্বাচন পরবর্তী প্রতিহিংসার বিরূপ পরিস্থিতি স্বাভাবিক করুন, পাচুরিয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের দীর্ঘ ৫/৬ বছরের গ্রাম্য দলাদলি কোন্দল ও বিরোধ অবসান, বুড়াইস ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মামলা হামলার জোট নিরসন, সাজা পরোয়ানাসহ মোট ১৮ টি গ্রেফতারি পরোয়ানার দীর্ঘ ১০বছর যাবত পলাতক আসামী সালমা ও তার পিতা আশরাফকে গ্রেপ্তার পূর্বক আদালতের সোপর্দ করন, কৃষক সেজে মাদকসম্রাট শরিফুলকে গ্রেপ্তার, আলোচিত ও চাঞ্চল্যকর আন্তজেলা স্বর্ণ প্রতারণা চক্রের ৪ সদস্যকে গাইবান্ধা জেলা থেকে গ্রেফতার ও হাতিয়ে নেয়া স্বর্ণ উদ্ধার। বিকাশ ব্যবসায়ীদের সাথে সচেতন মূলক কাউন্সিলিং করে বিকাশ প্রতারণা হ্রাস, পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট লাইনম্যান ও আউটসোর্সিং পল্লী বিদ্যুৎ শ্রমিকদের কাউন্সেলিং করে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি রোধ, শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিংয়ের মাধ্যমে ইভটিজিং রোধ, আত্মহত্যার ঘটনায় গ্রামবাসীদেরকে ডেকে মাইকিং করে ব্রিফিং করে আত্মহত্যার প্রবণতা হ্রাস, বিনামূল্যে হেলমেট বিতরণপূর্বক ট্রাফিক আইনে সচেতনতা বৃদ্ধি, বাজার নৈশ প্রহরীদের বিনামূল্যে নিরাপত্তা উপকরণ।২০২৩ মাসে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছি। আপনাদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন আমাকে এই অর্জনে এনে দিয়েছে। আজ বদলিসূত্রে পুলিশ সুপার কার্যালয় ফরিদপুরে ইন্সপেক্টর ক্রাইম হিসেবে যোগদানের লক্ষ্যে আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করছি।
আপনাদের এই সহযোগিতা আজীবন লালন করব। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে জানা অজানা কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখার প্রত্যাশা রাখছি। আমার জন্য দোয়া করবেন।