আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ইলেকট্রিশিয়ান উপজেলা কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় আলফাডাঙ্গা ডাকবাংলো হলরুমে উপজেলা ইলেকট্রিশিয়ানদের এক আলোচনাসভায় এই কমিটি গঠন করা হয়।
নাজমা মেডিকেয়ার প্রাইভেট হাসপাতালের পরিচালক হারুনর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিশিয়ান ফেডারেশন’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলা কমিটির সভাপতি কামরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ইলেকট্রিশিয়ান শহিদুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি কামরুল ইসলাম,ইমরুল হোসেন,সাংবাদিক কামরুল ইসলাম, ইলেকট্রিশিয়ান আব্দুস সাত্তার
আলোচনা সভা শেষে উপজেলার সকল ইলেকট্রিশিয়ানদের মতামতের ভিত্তিতে শহীদুল ইসলাম কে সভাপতি আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক সাংগঠনিক সৈয়দ আলী এবং মাসুম বিল্লাহকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রিশিয়ানরা উপস্থিত ছিলেন।