আজিজুর রহমান দুলালঃ ২৩ মে (রবিবার)ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা প্রাঙ্গণে আলফাডাঙ্গা থানার পক্ষ থেকে সন্ধ্যা ৭টায় মধুখালী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ উপলক্ষে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এস আই মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আলফাডাঙ্গা থানা মসজিদের পেশ ইমাম আব্দর রহমান।
এসময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম,আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, প্রেস ক্লাবের সভাপতি এনায়েত ফকির, থানার অফিসার ফোর্স।
বিদায়ী অতিথি বলেন, মধুখালী সার্কেলের দায়িত্ব গ্রণের পর থেকে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন ও এই এলাকার সাধারণ মানুষকে সেবা দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছি। এলাকার মাদক নির্মূল, চুরি-ডাকাতি রোধসহ সন্ত্রাসীদের নির্মূল করার চেষ্টা করেছি। আলফাডাঙ্গা উপজেলার মানুষ আমাকে সকল ক্ষেত্রে সহযোগিতা করেছে।