আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সাংবাদিক সেকেন্দার আলম শেখ এর উপর আর্তরকিত সন্ত্রাসী হামলায় গত ১১ মে মঙ্গলবার গভির রাতে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতাকৃতরা হলেন-১.লাভলু সিকদার(৪০), পিতা মৃত আঃ রউফ সিকদার ২. নজরুল খান পিতা মোক্তার খান ৩. কামরুল শেখ(৩৫) পিতা মৃত- রহমান ঠাকুর সর্ব সাং গোপালপুর ৪.জীবন মোল্যা(৪৫) পিং-শহিদ মোল্যা বাঁকাইল। সেকেন্দার আলম আলফাডাঙ্গা প্রেসক্লাবের বার বার সাবেক সভাপতি, সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জাতীয় দৈনিক ভোরের পাতার আলফাডাঙ্গা প্রতিনিধি । তার উপর গত ৬ মে বৃহষ্পতিবার সন্ধ্যায় গোপালপুর ইউনিয়নের পবনবেগ মেইন সড়কে মসজিদের সামনে হত্যার উদ্যেশে অতর্কিত বর্বরোচিত হামলার ঘটনা ঘটে । পুলিশ ঘটনার সাথে জড়িত মামলার এজাহার ভুক্ত আসামী ৪ জনকে গ্রেফতার করে আজ বুধবার ১২ মে ফরিদপুর আদালতে প্ররণ করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান জানান, মামলার সথে জড়িত বাকিদের দ্রুত গ্রেফতার করা হবে বলে সাংবাদিকদের আশ্ব্যশ করেন। বর্তমানে সাংবাদিক সেকেন্দার আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলাং- ০৪- তাং-১২-৫-২১ইং