আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায়
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, কৃষি অফিসার রিপন প্রসাদ সাহা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান,শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রী এবং স্কুলের প্রধান শিক্ষক। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রনোব পান্ডে উপজেলা পিআইও।
অনুষ্ঠান শেষে কেক কাটা,কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ, এবং সকল ছাত্র ছাত্রীদের মাঝে তালের চারা বিতরণ করা হয়।