আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন অমান্য করায় ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।আজ শনিবার লকডাউনের তৃতীয় দিনে এ ঘটনা ঘটে।
উপজেলার জনগনকে ঘরে রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী ও আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো.ওয়াহিদুজ্জামান, থানার এস আই মো. জাহাঙ্গীর আলম, এস আই প্রশান্ত কুমার দাস সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন বাজার এবং রাস্তা থেকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ সময় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখা ও মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে ১০০০ টাকা করে ১৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানায়, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করলে সামনের দিনগুলোতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।