
আজিজুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গার গর্ব জাতির শ্রেষ্ঠ সন্তান যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও পর্যটনের সাবেক চেয়ারম্যান মোঃ হেমায়েত উদ্দিন তালুকদারের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ মার্চ) বাদ আছর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক পুলিশের এআইজি মালিক খসরু, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার,আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা শ্রোমিক লীগের সভাপতি আলিমুজ্জামান বাবু,ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ আওয়ামী লীগ, যুবলীগ, এবং ছাত্র লীগের নেতৃবৃন্দ।