আজিজুর রহমান দুলালঃ গত ২৩ মে(রবিবার) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন এর কুচিয়াগ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের দান বক্স ভেঙ্গে ১০৩২ টাকা চুরি করে যাওয়ার সময় হাতে নাতে ধরাখেলেন,গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাগঝাপা গ্রামের লাভু মৃধা (৪৮),এবং অসিম শেখ(৪২)।
রাত ১১.৩০ টার সময় কুচিয়াগ্রাম নিবাসী মোঃ আবেদ মোল্লা (২১), মোঃমনির মুন্সি (২৪),মোঃ আরিফুজ্জামান (২৬) সন্দেহ মূলক ভাবে দুই জনকে জিজ্ঞেস করলে তারা কোন সঠিক উত্তর দিতে না পারায়।আসেপাশের লোকজনকে ডাকিয়া গনধুলাই দিলে বিবাদীদ্বয় চুরির কথা নিজ মুখে স্বীকার করে,এবং থানা পুলিশকে খবর দেয়।মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে আলফডাঙ্গা থানায় এজাহার দায়ের করেন।
এ সময় আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।