আজিজুর দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর ইউনিয়নের বাজড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর এর বাস্তবায়নে আজ রবিবার (১৫ জুন) দুপুরে মধুমতি নদী ভাঙ্গন থেকে আপদ কালীন সময়ে ৫০ মিটার জায়গায় বালু ভর্তি জিও ব্যাগ দ্বারা অস্থায়ী কাজের উদ্বোধন করা হয়েছে।
উক্ত কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান,পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের উপ বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার। আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উক্ত কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রফিক কনস্ট্রাশন এর তত্ত্বাবাধীকারি বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত নদী রক্ষা বাঁধে ১৭৫ কেজি ওজনের মোট ১৭৯৫ টি জিও ব্যাগ ব্যবহার করা হবে।
উদ্বোধন শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার উভয়েই এ কাজের সঙ্গে শংশ্লিষ্ট সকলকে সঠিক ও সুন্দর ভাবে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য তাগিদ দেন।