আজিজুর রহমান দুলালঃ “পুষ্টি মেধা দারিদ্র বিমোচন,প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার উপজেলা প্রানিসম্পাদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে ১৬ই ফেব্রুয়ারী বুধবার সকাল সন্ধ্যা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর সহযোগিতায়, প্রাণিসম্পদ অধিদপ্তর কতৃক উপজেলা পর্যায়ে, আকর্ষণীয় ও বৈচিত্রময় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার।
অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন ,আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াহিদুজ্জামান,যুব উন্নয়ন অফিসার কাজী দেলোয়ার হোসেন প্রমূখ।
প্রাণিসম্পদ প্রদর্শণীর এই মেলায় ৩৭ টি ষ্টল নিয়ে উপজেলার বিশিষ্ট খামার এবং প্রযুক্তি ব্যবসায়ী ও সরবরাহ কারীরা অংশ নেন।প্রদর্শণীতে ছিল উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়ের ষ্টল, উন্নত জাতের ছাগল, উন্নত জাতের হাঁস মুরগীর ষ্টল, বিভিন্ন শৌখিন পাখি ও প্রাণীর মধ্যে ছিল (প্রমানিয়া পোটার,আমেরিকান শোকিং বিভিন্ন ধরনের কবুতর, ঘুঘু,কালিম পাখি বাজিগার, বিভিন্ন প্রজাতির খরগোশ, বিড়াল, টারকি, কোয়েল প্রভৃতি)। বিভিন্ন প্রাণি প্রযুক্তির ষ্টল, দুগ্ধজাত পণ্য (মিষ্টি দই ঘি ছানা ইত্যাদি) ষ্টল, বিভিন্ন উৎপাদিত মাংশ প্রক্রিয়াজাত পণ্য দ্বারা দৃষ্টিনন্দন ষ্টল প্রদর্শন করা হয়। সকলই প্রতিটি ষ্টল ঘুরে ঘুরে দেখেন।
এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডাঃ মোঃ আমির হামজা বলেন, দেশে উন্নত জাতের বংশ বিস্তার ও খাদ্যপণ্যের চাহিদা মেটাতে কৃষকের দোরগোড়ায় উন্নত জাত ও প্রযুক্তি হস্তান্তর করছেন সরকার। ক্ষুদ্র খামারী ও উদ্যেক্তাদের জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছে, শুধু আমাদের কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, এই মেলার মূলত উদ্দেশ্য হলো প্রাণি সম্পদের উৎপাদন বৃদ্ধি করা। বিজ্ঞান ভিত্তিক লালন পালন শিখানো, জনসাধারনের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা এটি বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ এতে করে বিভিন্ন খামারিদের অনেক উপকারে আসবে। খামারিদের সরকার সাবলম্বী করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যেমন, যুব উন্নয়ন অধিদপ্তর মাধ্যমে বিভিন্ন মিয়াদি প্রশিক্ষনের ব্যাবস্থা। অনেক ভায়েরা তারা তাদের সফলতা আজ এই মেলায় প্রদর্শন করে দেখিয়েছে। আমরা এই মেলায় এসেছি শুধু দেখতে নয়, এখান থেকে অনেক কিছু শিখে যাব।