
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নবাগত নির্বাহী অফিসার রফিকুল হক সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার নির্বাহী অফিস কার্যালয়ের সভা কক্ষে পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত ফকির ,সহ- সভাপতি আসাদুজ্জামান টুনু, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সদস্য আমিনুর রহমান আচ্চু,শাহারিয়ার হোসেন,দৈনিক আমাদের সময় এবং বাংলা এক্সপ্রেস এর জেলা প্রতিনিধি আজিজুর রহমান দুলাল,দৈনিক খবর পত্র গোলাম আজম মনির,ঢাকা টাইমসের মোজাহিদুল ইসলাম নাইম,সাংবাদিক কামরুল হক ভূইয়া,আবুল বাসার,সেকেন্দার আলম, কবির হোসেন প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা যেমন- বাল্য বিয়ে প্রতিরোধ , মাদক নির্মূল, সড়কে শৃঙ্খলা ফেরানো ও ভেজাল খাদ্য রোধে অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করলে, নবাগত নির্বাহী অফিসার সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেন । এছাড়াও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।