আজিজুর রহমান, আলফাডাঙ্গা,ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা রায়ের পানাইল গ্রামের শাহেদ শেখ (১৭) এক যুবক নিহত হয়েছে। তিনি চরডাঙ্গা প্রবাসী শেখ সাদির ছেলে।
সোমবার (৩০ জানুয়ারী) আনুমানিক বেলা ১২ টার সময় শাহেদ শেখ(১৭) পিতা- শেখ সাদি আলফাডাঙ্গা হতে বাড়ী ফেরার পথে আলফাডাঙ্গা থানাধীন রায়ের পানাইল সুমন শেখ এর বাড়ির সামনে মুদি দোকানের পাকা রাস্তার উপর পৌছাইলে বিবাদী ১. কালু শেখ(৪০), পিতা- ফায়েক শেখ, ২. ইব্রাহিম শেখ (২০), পিতা- আলম শেখ, ৩. লাদেন শেখ(১৮), পিতা আলী আফজাল, ৪, আজিজুল শেখ(৩০), পিতা- আলম শেখ, ৫. শাহিনুর শেখ(৩৫), পিতা- ওলিয়ার শেখ, শাহেদ শেখ এর উপর আক্রমন করে। বিবাদীগন ভিকটিম শাহেদ শেখকে কোপাইয়া ও বাঁশের লাঠি দিয়া মারধর করিলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটাইয়া পড়িলে আহত শাহেদ শেখ সহ বিবাদীদের শোর চিৎকার শুনে আশেপাশের লোকজন আগাইয়া আসলে শাহেদ শেখকে ফেলে রেখে বিবাদীরা পালিয়ে যায়। পরবর্তীতে শাহেদ শেখকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। শাহেদ শেখ এর অবস্থা গুরুতর হওয়ায় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার অবস্থার অবনতি হলে শাহেদ শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতলে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ৩০ শে জানুয়ারি রাত্র অনুমান ১১.৪৫ ঘটিকার সময় শাহেদ শেখ মৃত্যু বরণ করন। আশেপাশের লোকজনের নিকট হতে জানা যায় ভিকটিমের সহিত বিবাদীদের মেয়ালি বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো।
এ ব্যাপারে লিটন শেখ (৫০)বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা করেছেন। মামলা নং-৯ ধারা ৩০২/৩৪।
আলফাডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই মোঃ আবু শহিদ বলেন,অভিযোগ পেয়ে আসামী ইব্রাহিম শেখ (২০), পিতা- আলম শেখ, লাদেন শেখ(২১), পিতা আলী আফজাল নামে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।