আজিজুর রহমান দুলালঃ আলফাডাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইসমাইল শেখ (৩৫) হাবিবুর রহমান(৬৫) নামে ২ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার নওয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় ঘটনায় আহতের বড় ভাই হাসান শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে,বিবাদীর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। পূর্ব সত্রুতার জের ধরে ফায়েক মিয়ার সাথে হাবিবুর রহমান শেখের কথা কাটাকাটির এক পর্যায়ে ১। মাসুদ মোল্লা (৪৫) পিতা- ফায়েক মোল্লা ২। ফায়েক মোল্লা (৬০),পিতা- মজিদ মোল্লা ৩।আমিরন বেগম (৪০),স্বামী -মাসুদ মোল্লা ৪। সালেহা বেগম (৫০),স্বামী – শুকুর মোল্লা সকলে মিলে হাবিবুর রহমান শেখকে এলোপাতাড়ি মারতে থাকে এবং ডান হাত ভেঙে যায়। তার চিৎকারে বাদীর ছোট ভাই ইসমাইল শেখ (৩৫) ঠেকাতে গেলে তার মাথায় দেশী অন্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে তখন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাথায় ৮টি সেলাই করে। এবং হাবিবুর রহমানের ডান হাত ভেঙে যায় বলে জানান।
আহত হাবিবুর রহমান জানান, বিবাদীরা বিভিন্ন সময় কারনে অকারনে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আমাকে এবং আমার পরিবারের উপর নির্যাতন ও হুমকি দমকি প্রদর্শন করত। তাদের অত্যাচারে আমার পরিবার পরিজন অতিষ্ট।
আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।