আজিজুর রহমান দুলালঃ নানা কর্মসূচির মধ্যদিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট (রবিবার) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ফরিদপুর ১ আসনের (এমপি) মনজুর হোসেন বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, থানা অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগ, আলফাডাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শদ্ধা জানায়।