আজিজুর রহমান দুলালঃ ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০’ আজ ২২শে জুলাই বুধবার থেকে সারাদেশে ন্যায় আলফাডাঙ্গাতে শুরু হয়েছে। এটি চলবে ২৭ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে উপজেলার কোয়াটার পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর মৎস্য সপ্তাহ শুভ উদ্বোধন করেন উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ বলেন,জনসচেতনতামূলক প্রচারণা, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ে নিবিড় পরামর্শ প্রদান, চাষীদের মাঝে মৎস্যচাষের উপকরণ বিতরণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিপন প্রসাদ সাহা এবং উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।