ফরিদপুর জেলা প্রতিনিধিঃ গত ২৬ মে (বুধবার) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামে খেজুর কুড়াতে গেলে ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরী যৌন নিপিড়নের শিকার হয়েছে।
প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে শুক্রবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ১১ ধারা মামলা করেছেন আলফাডাঙ্গা থানায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে ওই প্রতিবন্ধীর মা মেয়েকে নিয়ে একই গ্রাম গোপালপুর দেবরের বাড়িতে বেড়াতে যায়। ২৬ মে সকালের দিকে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ির উত্তর পাশে আলতাফ মেম্বারের পাট ক্ষেতের পাশে থাকা খেজুর গাছ তলায় খেজুর কুড়াতে যায়। ঐ গ্রামের ওদুদ খানের ছেলে মাহাবুব খান (২২) ওই প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।ধস্তাধস্তির এক পর্যায়ে মাহাবুব খান কিশোরীকে রেখে পালিয়ে যায়।প্রতিবন্ধী কিশোরী বাড়িতে আসতে দেরি হওয়ায় প্রতিবন্ধী মেয়েটি মা এবং বাড়ির লোকজন তাকে খুজতে থাকে। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসে।একপর্যায়ে প্রতিবন্ধীর মা মাহাবুব খানকে পাটক্ষেত থেকে আসতে দেখে সন্দেহ করে।প্রতিবন্ধী কিশোরী আকারইঙ্গিতে সকলে সব কিছু বুঝতে পারে।প্রতিবন্ধী কিশোরী মা সব কিছু বুঝতে পেরে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেন।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন,প্রতিবন্ধী ধর্ষণ চেষ্টার ঘটনায় মাহাবুবকে আসামি করে মামলা হয়েছে। আসামি মাহাবুল খানকে গ্রেপ্তারের চেষ্টা করছি।আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।