ফরিদপুর জেলা প্রতিনিধিঃ আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত এপোলো জেনারেল হাসপাতালে গত ৫ জুলাই অপারেশন চলাকালে উক্ত উপজেলার হিদাডাঙ্গা গ্রামের এক প্রসূতির মৃত্যু ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। রোগীর অভিভাবক ও স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে উক্ত অপারেশনের সময় সেখানে কোন সার্জন ছিল না, রোগীর ব্যথা বেশী থাকায় পর্যাপ্ত পরীক্ষা নিরিক্ষা ছাড়াই ক্লিনিকের এক ডিগ্রী বিহীন নার্স এবং মালিক আফসার উদ্দিন (ফার্মাসিষ্ট) তড়িঘড়ি অপারেশন করতে গিয়েই এ দূর্ঘটনা ঘটেছে।
তথ্য বিবরণে জানা গেছে, এ নিয়ে প্রসাশন ও রোগীর অভিভাবকের সাথে অর্থের বিণিময়ে মিমাংসা করতে গিয়ে অপারগ হলে আলফাডাঙ্গা প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির হস্তক্ষেপ কামনা করে। মালিক সমিতির সদস্যবৃন্দ সেদিনই এক জরুরী সভার মাধ্যমে সাময়িক সমাধানে উপনীত হলে এপোলো জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তা মেনে নিলেও পরে গতি ফিরিয়ে এ সিদ্ধান্তের বিরোধিতা করে।
সাংগঠণিক সিদ্ধান্ত ভঙ্গের অপরাধে আজ ১৪ আগষ্ট ২০২১ সকাল ১০ ঘটিকায় আলফাডাঙ্গা প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরকৃত এক বিবৃতিতে এপোলো জেনারেল হাসপাতালকে তার সদস্যপদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে বলে উল্লেখ করে, এবং আলফাডাঙ্গা এলাকায় যে সব সার্জন অপারেশন করেন তাদেরকে এ ক্লিনিকে অপারেশন করা থেকে বিরত থাকতে অনুরোধ করে এক বিবৃতি দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে এপোলো জেনারেল হাসপাতালে ফোন করলে এর মালিক নূরুল ইসলাম ও মোঃ আবছার উদ্দিন কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এবং এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানায়।