আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজ ছাত্র কিবির হত্যার ৯বছর পালিয়ে থাকার পর প্রধান আসামী সুমন শেখকে গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। গতকাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিমের নির্দেশনায় এস আই শফিকের নেতৃত্বে ঢাকার আশুলিয়া রপ্তানি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১১সালের ১৫নভেম্বর মামলা নং-৮ ধারা ৩০২/৩৪ দঃ বিঃ উপজেলার হেলেঞ্চা গ্রামের সলেমান শেখের ছেলে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের ছাত্র ভাড়ায় মোটরসাইকেল চালক কিবরিয়া ওরফে কিবির শেখকে প্রথমে গলায় রশি পেছিয়ে গলা কেটে হত্যা করা হয়।
এ মামলায় প্রধান আসামি সুমন শেখ দীর্ঘদিন আত্মগোপনে থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনাই। উল্লেখ্য সুমন শেখসহ এই মামলায় উপজেলার দক্ষিণ শিয়ালদীর সিদ্দিকুর রহমানের ছেলে শফিক (২০) সহ অজ্ঞাত আরো কয়েক জনকে আসামী করা হয়। উক্ত সুমন কিবির হত্যাসহ একাধিক মামলার আসামী। এদিকে আসামীকে থানায় আনার পর কিবিরের মা তাকে এক নজর দেখতে গেলে কিবিরের মাকে মা ডেকে আজিবন খাওয়ানোর গ্যারান্টিদেন দেন সমুন।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন গোপন সংবাদের ভিত্তিতে সুমন শেখকে ঢাকা আশুলিয়া রপ্তানি এলাকার ওভারব্রিজের উপর থেকে গ্রেফতার করা হয়েছে।