আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিভিন্ন ইউনিয়নে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালির কৃতি সন্তান মাহমুদা বেগম কৃক।
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে বারটার সময় উপজেলার সদর ইউনিয়নের মহিষারঘোব বাজারে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল চৌধুরী আহাদ এর সভাপতিত্বে মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় ২৫০জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা সালাম। এবং বিকাল ৩টায় পাচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এস এম শাহনেওয়াজ সিকদার রিপনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচুরিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জিলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ইয়াছিন মাষ্টার। দুস্ত, অসহায় গরীব মহিলা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে মাহমুদা বেগম কৃক বলেন,সমাজের অসহায় মানুষকে শীত নিবারণের জন্য যত দ্রুত সম্ভব এসব মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যাদের সামর্থ আছে অসহায় ও হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান ।
পাচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান বলেন, সবার সহযোগিতা থাকলে, শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সবাই মিলে সাধ্যমতো শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করি ।