আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে, উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা) রজত বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান (জাহিদ)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন,প্রানী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন, কৃষি কর্মকর্তা তুষার সাহা, সাংবাদিক কবির হোসেন।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু, এলজিআরডি ইঞ্জিনিয়ার রাহাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, সাংবাদিক আমাদের সময়ের প্রতিনিধি আজিজুর রহমান, সমকালের প্রতিনিধি ইকবাল হোসেন, বার্তা বাজারের প্রতিনিধি মিয়া রাকিবুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
অনুষ্ঠান শেষে বুদ্ধিজীবীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।