May 30, 2023, 4:06 am
সর্বশেষ:

আলফাডাঙ্গায় যথাযোগ্য ভাবে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • Last update: Sunday, March 26, 2023

আজিজুর রহমান দুলাল: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় সারাদেশের ন্যায় বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫২ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে।

রবিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্য উদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আলফাডাঙ্গা থানা চত্বরে মহান স্বাধীনতা দিবসের সারা দিনের অনুষ্ঠান শুরুর শুভসূচনা করা হয়।

Advertisements

সূর্য উদয়ের সাথে সাথে স্ব-স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফরিদপুর -১ আসনের সাংসদ মনজুর হোসেন বুলবুল ও তার সহধর্মিণী সেলিনা আক্তার, পৌরসভার মেয়র মোঃ আলী আকসাদ ঝন্টু, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা,আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলফাডাঙ্গা প্রেসক্লাব, বিভিন্ন ব্যাংকসহ উপজেলার বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ৯ টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ কতৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,এবং থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহেরের উপস্থিতিতে, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপির সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান বিএনসিসির অংশ গ্রহনে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ শাহ্ মোঃ জাহাঙ্গীর আলম,আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুর রউফ তালুকদার, আশরাফউদ্দিন তারা, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, এস এম মিজানুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ রফিক হোসেন তালুকদারসহ উপজেলার সর্বস্তরের জনগণ। ধারাভাষ্যকারে ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক ও আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল বাসার।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC