June 5, 2023, 12:13 pm

আলফাডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

  • Last update: Monday, April 3, 2023

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় মাধ্যমিক ও সমমানের (সরকারি/এমপিওভুক্ত) বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর উপরহার হিসেবে ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান এর আয়োজনে এ ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisements

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রতন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা।

জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরই প্রেক্ষিতে উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ১২০ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC