আজিজুর রহমান দুলালঃ “বিজয়ের দ্যুতিতে জাগে প্রাণ, বৈষম্য রুধিতে করি জীবন দান” মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
সোমবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে আলফাডাঙ্গা থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন। সকাল ৯ টায় উপজেলা শহীদ মিনার চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, ১০ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান, বাদ যোহর সুবিধামতো স্থানে মোনাজাত/প্রার্থনার আয়োজন,দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ, কে,এম রায়হানুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামাল হোসেন, বিএনপির নেতা খসবুর রহমান খোকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা প্রেসক্লাব
যুবদল, ছাত্রদল, শ্রমীক দল, স্বেচ্ছাসেবক দলসহ রাজনৈতিক অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী প্রতিষ্টান, ব্যাংকার,ডাক্তার, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতের আমীর মাওলানা মোঃ কামাল হোসেন বলেন,স্বাধীনতার ৫৩ বছরে স্বাধীনতার সুফল পায়নি, ৫৩ বছর পর এই প্রথম শান্তিপূর্ণভাবে ১৬ই ডিসেম্বর উদযাপন করতে পারছি।