আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি, ক্যালিওগ্রাফি ও পেইন্টিং করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্যাগ, আত্মহুতি ও সফলতার স্মারণীয় করে রাখতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীররা দেয়ালে আঁকছেন এসব চিত্রকর্ম। দেশ গড়তে প্রত্যয় নিয়ে শিক্ষার্থীদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। শনিবার আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারির দেওয়ালগুলোয় নানা চিত্র আঁকতে দেয়া যায়। ছাত্রছাত্রীদের তুলির ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পাচ্ছে ইট-সিমেন্টের দেওয়ালগুলো।
শিক্ষার্থীরা অপরিচ্ছন্ন ও রাজনৈতিক স্লোগান লেখা দেয়ায়গুলো পানি দিয়ে পরিস্কার করে রং করেছেন। পরিস্কারের পর তুলির আঁচড়ে বাংলাদেশের মানচিত্র,বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা, আরবি ক্যলিওগ্রাফি, প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের বার্তা লিখেছেন। তাদের চোখেমুখে আলফাডাঙ্গাকে মনের মতো করে সাজানোর স্বপ্ন স্পষ্ট।
শনিবার উপজেলা বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায়, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন করেছেন। কেউ দেয়ালে লাগানো পোষ্টার তুলছেন কেউ ব্রাশ দিয়ে দেয়ালে রং করছেন। যারা এসব কাজে জড়িত রয়েছেন,তাদের সবার মুখেই দেশ গড়ার নতুন প্রত্যয়। আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান সমন্বয়ক এস,এম, হাফিজুর রহমান বলেন, আমাদের
তত্ত্বাবধানে সকলের একনিষ্ঠ প্রচেষ্টায় আলফাডাঙ্গা দেয়াল লিখার কাজ চলমান থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রইচউদ্দিন,জাবেদ হোসেন, ইউসুফ, নাঈম, রজিন,মনিরুল ইসলাম, মেহেদি হাসান,তালহা,মাসুমা,ফাহিমা,মাসুমা,মারজিয়া, নাসিম রাফি,আরও অনেকে।