
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ মার্চ বিকাল সাড়ে তিনটায় উপজেলা হাসপাতাল রোড়ে জামায়াত ইসলামীর পাটি অফিসে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার আমির মাওঃ মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে উপজেলার সেক্রেটারী এস,এম,হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালি) আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফরিদপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী-সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে অনুরোধ করা হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়।