আজিজুর রহমান দুলালঃ আগুনে কেড়ে নিলো ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে টিটা গ্রামের স্বামীপরিত্যক্তা মেরিনা বেগমের মাথা গোঁজার ঠাঁইটুকু। সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকা-ে চারটি ঘর
ও সব মাল পুড়ে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত ওই নারী স্বামীর সংসার ছেড়ে অনেক আগে ভাইয়ের বাড়ির পাশে বাড়ি করে এক ছেলে নিয়ে থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেরিনা বেগমের ভাই জাকির মিয়ার রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত। পরে আগুন মুহুর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির চারটি ঘর পুড়ে যায় ও কক্ষের ভেতর থাকা মালপত্র পুড়ে যায়। দুর্গম চরাঞ্চল বলে কোন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানো সম্ভাব হয়নি। পরিবার দাবি করেছে বিভিন্ন মাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান ও ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মেরিনা বেগমকে উপজেলা পরিষদ থেকে সবরকম সহযোগীতা করা হবে।