আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া এলাকা থেকে অবৈধ চায়না জাল ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
বুধবার (১৫ নভেম্বর) মধুমতী নদী ও বাঁওড় থেকে অভিযান চালিয়ে অবৈধ চায়না জাল জব্দ করেছে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রফিকুল হক। এ সময় থানা পুলিশ সাথে নিয়ে ইউএনওকে সহযোগিতা করেন আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফার রহমান।
মৎস কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি চায়না জাল দিয়ে ফাঁদ পেতে দেশীয় মাছ শিকার করে আসছিলেন। পরে গোপন সংবাদ পেয়ে প্রায় ছয় লক্ষ টাকার জাল উদ্ধার করে তখনই জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।
ইউএনও রফিকুল হক জানান,এ কারনে অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে ১৯৫০ সালের মৎস সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।