আজিজুর রহমান দুলালঃ সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর থানার ওসি মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে
দেশব্যাপী অব্যাহত ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ধর্ষন বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ অক্টোবর শনিবার সকাল ১০ টার সময় ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী র্যালি শুরু হয়ে আলফাডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়।
নারী নির্যাতন ধর্ষন বিরোধী র্যালি এবং আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা, বোয়ালমারী, ও মধুখালির অর্থাৎ ফরিদপুর ১ আসনের এমপি মনজুর হোসেন বুলবুল। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আকরামুজ্জামান কুয়েতি, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান বিলায়েত হোসেন,পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও লায়লা পারভীন,আলফাডাঙ্গা থানার তদন্ত ওসি ফয়সাল আহম্মেদ যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন,যুগ্মআহবায়ক কামরুল ইসলাম এবং আলফাডাঙ্গার থানার নেতাকর্মী,ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় ধর্ষকদের কঠোর শাস্তি দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে ধর্ষণ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ। নিরাপদ থাকুক সকল মা-বোন, বন্ধ হোক ধর্ষণ ও নির্যাতন।
বক্তারা আরো বলেন, সারাদেশজুড়ে নারী ও শিশুর ওপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না।