সংযুক্ত আরব আমিরাতে মসজিদে এবার ঈদের নামাজ জামাতে আদায়ের অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে করোনার প্রতিরোধে ১৫ মিনিটের মধ্যে জামাত শেষ করাসহ বেশ কয়েকটি বিধিনিষেধও দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার (১১ মে) দেশটিতে ২৯ রোজা শেষ হচ্ছে। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে সেখানে। রোজা ৩০টি পূর্ণ হলে বৃহস্পতিবার আমিরাতে ঈদুল ফিতর।
ঈদকে কেন্দ্র করে আমিরাত সরকার বিভাগজুড়ে জামাতের সময় ঘোষণা করেছে। সময় হলো- আবুধাবি ভোর ৫:৫৭, দুবাই ৫:৫২, শারজাহ ৫:৫১ (এএম), আলআইন ৫:৫১ (এএম), আজমান ৫:৫১ (এএম), ফুজিরা ৫:৪৮ (এএম), উম্মে আল কুইন ৫:৫০ (এএম) ও রাস আল খাইমা ৫:৪৮ (এএম)।
Drop your comments: