![IMG_20200628_202035.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/IMG_20200628_202035.jpg)
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে হ্যান্ড স্যানিটাইজার পান করে তিনজন মারা গেছেন এবং অপর একজন চিরতরে অন্ধ হয়ে গেছেন। নিউ মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আরও তিনজনের অবস্থাও গুরুতর।
তারা সাতজনই মিথানলে (অ্যালকোহল) তৈরি হ্যান্ড স্যানিটাইজার পান করেছিলেন। স্বাস্থ্য বিভাগ বিস্তারিত আর কিছু না জানালেও এটুকু বলেছে, ঘটনার সাথে ‘অ্যালকোহল আসক্তি’র সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রে অনেকেই নিজেদের আসক্ত করার জন্য হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে বলে শোনা যায়, যেহেতু এটি অ্যালকোহল দিয়ে তৈরি। করোনাভাইরাস মহামারির আগে অধিকাংশ কারাগারেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার এই আশঙ্কায় নিষিদ্ধ ছিল যে কয়েদীরা এটি পান করতে পারে বা এর মাধ্যমে আগুন জ্বালাতে পারে। কিন্তু করোনা মোকাবেলায় সম্প্রতি এসব নিষেধাজ্ঞা শিথিল করা হয়।
সিএনএন অবলম্বনে।