সংযুক্ত আরব আমিরাতে লাল সবুজের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ সমিতি শারজার উদ্যোগে পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৮ মার্চ বৃহস্পতিবার সমিতির কার্যালয়ের বঙ্গবন্ধু হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সভাপতি এম এ বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সমিতি আবুধাবির সাবেক সভাপতি প্রকৌশলী আবু জাফর চৌধুরী, নওশের আলী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী, সহ-সভাপতি শাহদাত হোসাইন, সি আই পি জাহাঙ্গীর আলম, কাজী মোহাম্মদ আলী, হাজি শফিকুল ইসলাম, রফিকুল আলম, কামাল হোসেন সুমনসহ আরো অনেকে।
কনসুলেট জেনারেল ইকবাল হোসেন খান বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সম্মান দিতে বদ্ধপরিকর। দেশের পতাকাবাহী সংগঠন হিসেবে বাংলাদেশ সমিতির এই আয়োজনের মাধ্যমে প্রবাসেও মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়ার প্রচলন খুবই আনন্দদায়ক।
আয়োজনের মধ্যে ছিল কুরআনে খতম, বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা।